২ শমূয়েল 9:9 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 পরে রাজা শৌলের চাকর সীবঃকে ডেকে বললেন, “আমি তোমার মনিবের ছেলেকে শৌলের ও তাঁর সমস্ত বংশের সব কিছু দিলাম৷ অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 পরে বাদশাহ্ তালুতের ভৃত্য সীবঃকে ডেকে এনে বললেন, আমি তোমার মালিকের পুত্রকে তালুত ও তাঁর সমস্ত কুলের সর্বস্ব দিলাম। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 তখন রাজামশাই শৌলের সেবক সীবকে ডেকে পাঠিয়ে তাকে বললেন, “আমি তোমার মনিবের নাতিকে সেসবকিছু দিয়েছি, যা শৌল ও তাঁর পরিবারের অধিকারে ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 রাজা তখন শৌলের কর্মচারী সিবাকে বললেন, আমি তোমার মনিবের নাতিকে শৌল ও তাঁর বংশের যা কিছু ছিল, সব ফিরিয়ে দিলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 পরে রাজা শৌলের ভৃত্য সীবঃকে ডাকাইয়া কহিলেন, আমি তোমার কর্ত্তার পুত্রকে শৌলের ও তাঁহার সমস্ত কুলের সর্ব্বস্ব দিলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 তখন রাজা দায়ূদ শৌলের দাস সীবঃকে ডাকলেন। দায়ূদ সীবঃকে বললেন, “আমি তোমার মনিবের নাতি মফীবোশতকে শৌলের পরিবারের যা কিছু আমার কাছে ছিল সব ফিরিয়ে দিয়েছি। অধ্যায় দেখুন |