২ শমূয়েল 6:6 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 পরে তারা নাখোনের খামার পর্যন্ত গেলে উষ হাত ছড়িয়ে ঈশ্বরের সিন্দুক ধরল, কারণ বলদ দুটি পিছিয়ে পড়েছিল৷ অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 পরে তারা নাখোনের খামার পর্যন্ত গেলে উষ হাত বাড়িয়ে আল্লাহ্র সিন্দুক ধরলো, কেননা বলদযুগল পিছলিয়ে পড়েছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 তারা যখন নাখোনের খামারে পৌঁছেছিলেন, উষ হাত বাড়িয়ে ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি ধরেছিল, কারণ বলদগুলি হোঁচট খেয়েছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 নাথানের খামারের কাছে পৌঁছালে গাড়ির বলদ দুটো হোঁচট খেল। সিন্দুকটা নড়ে উঠল। তাই উজজাহ্ হাত বাড়িয়ে চুক্তিসিন্দুকটা ধরে ফেলল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 পরে তাহারা নাখোরের খামার পর্য্যন্ত গেলে উষ হস্ত বিস্তার করিয়া ঈশ্বরের সিন্দুক ধরিল, কেননা বলদযুগল পিছলাইয়া পড়িয়াছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 দায়ূদের লোকরা যখন নাখোনের শস্য মাড়াইয়ের উঠানের কাছে এল, তখন গরুগুলো হুমড়ি খেয়ে পড়ল এবং ঈশ্বরের পবিত্র সিন্দুক শকট থেকে পড়ে যাবার উপক্রম হল। উষ পবিত্র সিন্দুকটি ধরে ফেলল। অধ্যায় দেখুন |