২ শমূয়েল 4:3 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 আসলে বেরোৎ ও বিন্যামীনের অধিকারের মধ্যে গণিত, কিন্তু বেরোতীয়েরা গিত্তয়িমে পালিয়ে যায়, আর সেখানে এখনো পর্যন্ত প্রবাসী হয়ে আছে৷ অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 বস্তুত বেরোৎ বিন্ইয়ামীনের অধিকারের মধ্যে গণিত, কিন্তু বেরোতীয়েরা গিত্তয়িমে পালিয়ে গিয়ে, আর সেই স্থানে আজ পর্যন্ত প্রবাসী রয়েছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 যেহেতু বেরোতীয়েরা গিত্তয়িমে পালিয়ে গিয়ে আজও পর্যন্ত সেখানে বিদেশিরূপে বসবাস করে চলেছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 এখানকার আদি অধিবাসীর গিত্তয়িমে পালিয়ে গিয়েছিলেন এবং সেই থেকে এখনও সেখানেই আছেন।) অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 বস্তুতঃ বেরোৎও বিন্যামীনের অধিকারের মধ্যে গণিত, কিন্তু বেরোতীয়েরা গিত্তয়িমে পলায়ন করে, আর সে স্থানে অদ্য পর্য্যন্ত প্রবাসী রহিয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 কিন্তু বেরোতের সব লোক গিত্তয়িমে পালিয়ে গিয়েছিল এবং এখনও পর্যন্ত তারা সেখানেই বসবাস করছে।) অধ্যায় দেখুন |