২ শমূয়েল 3:2 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 আর হিব্রোণে দায়ূদের একটি ছেলে হল; তাঁর বড় ছেলে অম্মোন, সে যিষ্রিয়েলীয়া অহীনোয়মের ছেলে; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 আর হেবরনে দাউদের কয়েকটি পুত্র জন্মগ্রহণ করলো; তাঁর জ্যেষ্ঠ পুত্র অম্নোন, সে যিষ্রিয়েলীয়া অহীনোয়মের সন্তান; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 হিব্রোণে দাউদের কয়েকটি ছেলের জন্ম হল: তাঁর বড়ো ছেলের নাম অম্নোন, যিনি যিষ্রিয়েলীয় অহীনোয়মের ছেলে; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 হিব্রোণে দাউদের ছটি পুত্রের জন্ম হল। জ্যেষ্ঠ পুত্র অম্মোন। যিষরিয়েল দেশের মেয়ে অহিনোয়াম তার মা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 আর হিব্রোণে দায়ূদের কয়েকটী পুত্র জন্মিল; তাঁহার জ্যেষ্ঠ পুত্র অম্নোন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 দায়ূদের এইসব সন্তান হিব্রোণে জন্মগ্রহণ করেছিল। প্রথম সন্তান ছিল অম্নোন। অম্নোনের মা ছিলেন যিষ্রিয়েলের অহীনোয়ম। অধ্যায় দেখুন |