২ শমূয়েল 3:16 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 তখন তাঁর স্বামী তাঁর পিছন পিছন কাঁদতে কাঁদতে বহুরীম পর্যন্ত তাঁর সঙ্গে চলতে লাগলো৷ পরে অবনের তাকে বললেন, “যাও, ফিরে যাও,” তাতে সে ফিরে গেল৷ অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 তখন তাঁর স্বামী তাঁর পেছন পেছন কাঁদতে কাঁদতে বহুরীম পর্যন্ত তাঁর সঙ্গে সঙ্গে চললো। পরে অব্নের তাকে বললেন, যাও, ফিরে যাও; তাতে সে ফিরে গেল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 তাঁর স্বামী অবশ্য পিছন পিছন বহুরীম পর্যন্ত কাঁদতে কাঁদতে তাঁর সঙ্গে গেলেন। তখন অবনের তাঁকে বললেন, “তুমি ঘরে ফিরে যাও!” তাই তিনি ফিরে গেলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 পন্টিয়েল তার পিছনে পিছনে কাঁদতে কাঁদতে বহুরীম পর্যন্ত এলেন। কিন্তু অবনের তাঁকে বাড়ী ফিরে যেতে বললে তিনি ফিরে গেলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 তখন তাঁহার স্বামী তাঁহার পশ্চাতে পশ্চাতে রোদন করিতে করিতে বহুরীম পর্য্যন্ত তাঁহার সঙ্গে সঙ্গে চলিল। পরে অব্নের তাহাকে কহিলেন, যাও, ফিরিয়া যাও; তাহাতে সে ফিরিয়া গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 মীখলের স্বামী পল্টিয়েল মীখলের সঙ্গে গেল। বহুরীমে যাবার সময় পল্টিয়েল মীখলের পিছু পিছু যাচ্ছিল এবং কাঁদছিল। কিন্তু অব্নের পল্টিয়েলকে বলল, “বাড়ী ফিরে যাও।” তখন পল্টিয়েল বাড়ী ফিরে গেল। অধ্যায় দেখুন |