২ শমূয়েল 23:5 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 ঈশ্বরের কাছে আমার বংশ কি সেই রকম নয়? হ্যাঁ, তিনি আমার সঙ্গে এক অনন্তকালীন নিয়ম করেছেন; তা সব বিষয়ে সুসম্পন্ন ও সুরক্ষিত; এটা তো আমার সম্পূর্ণ উদ্ধার ও সমস্ত বাসনা; তিনি কি তা বাড়িয়ে তুলবেন না? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 আল্লাহ্র কাছে আমার কুল কি সেই রকম নয়? হ্যাঁ, তিনি আমার সঙ্গে একটি চিরস্থায়ী নিয়ম করেছেন; তা সমস্ত বিষয়ে সুসম্পন্ন ও সুরক্ষিত; এই তো আমার সমপূর্ণ নাজাত ও সমপূর্ণ অভীষ্ট; তিনি কি তা অঙ্কুরিত করাবেন না? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 “আমার বংশ যদি ঈশ্বরের কাছে যথাযথ না হত, অবশ্যই তিনি আমার সঙ্গে এক চিরস্থায়ী নিয়ম স্থির করতেন না, যা সবদিক থেকে সুব্যবস্থিত ও সুরক্ষিত; অবশ্যই আমার পরিত্রাণ তিনি সার্থক করতেন না আর আমার প্রত্যেকটি মনোবাঞ্ছা পূরণ করতেন না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 এইভাবেই ঈশ্বর আমার কুল ধন্য করবেন কারণ তিনি আমার সঙ্গে সম্পাদন করেছেন চিরকালের এক চুক্তি, এমন এক চুক্তি যা কোনদিন বদলাবে না, এমন এক প্রতিজ্ঞা যা কখনও ভাঙ্গবে না। এই-ই আমার একান্ত কামনা, এতেই আমার পরিপূর্ণতা ঈশ্বর এই কামনা পূরণ করবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 ঈশ্বরের নিকটে আমার কুল কি তাদৃশ নয়? হাঁ, তিনি আমার সহিত এক চিরস্থায়ী নিয়ম করিয়াছেন; তাহা সর্ব্ববিষয়ে সুসম্পন্ন ও সুরক্ষিত; ইহা ত আমার সম্পূর্ণ ত্রাণ ও সম্পূর্ণ অভীষ্ট; তিনি কি তাহা অঙ্কুরিত করাইবেন না? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 “ঈশ্বর আমার পরিবারকে শক্তিশালী এবং সুরক্ষিত করেছেন। আমার সঙ্গে তিনি চিরদিনের জন্য একটি চুক্তি করেছেন। এই চুক্তিকে ঈশ্বর সবদিক থেকে সুরক্ষিত ও সুনিশ্চিত করেছেন। তাই, নিশ্চিতভাবে তিনি আমায় সকল জয় ও সাফল্য দেবেন। আমি যা চাই তার সবই তিনি আমায় দেবেন। অধ্যায় দেখুন |