Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ শমূয়েল 23:27 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

27 অনাথোতীয় অবীয়েষর, হুশাতীয় মবুন্নয়,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

27 অনাথোতীয় অবীয়েষর, হূশাতীয় মবুন্নয়,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

27 অনাথোতের অধিবাসী অবীয়েষর, হূশাতীয় সিব্বখয়,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

27 অনাথোতীয় অবীয়েষর; হূশাতীয় মবুন্নয়;

অধ্যায় দেখুন কপি




২ শমূয়েল 23:27
5 ক্রস রেফারেন্স  

পশুপালনের মাঠগুলির সঙ্গে গেবা, পশুপালনের মাঠগুলির সঙ্গে অনার্থোৎ ও পশুপালনের মাঠগুলির সঙ্গে অল্‌মোন, এই চারটি নগর দিল।


নবম মাসের জন্য নবম দলের সেনাপতি ছিলেন অনাথোতীয় অবীয়েষর; তিনি ছিলেন বিন্যামীন গোষ্ঠীর একজন লোক। তাঁর দলে চব্বিশ হাজার সৈন্য ছিল।


তকোয়ের ইক্কেশের ছেলে ঈরা, অনাথোতের অবীয়েষর,


আর বললেন, “হে ঈশ্বর, আমি যে এই জল পান তা দূরে থাক্‌। এই লোকেরা, যারা তাদের প্রাণের ঝুঁকি নিয়ে গিয়েছিল তাদের রক্ত কি আমি পান করবো?” তাঁরা তাঁদের প্রাণের ঝুঁকি নিয়ে সেই জল এনেছিল বলে দায়ূদ তা পান করতে রাজি হলেন না। সেই তিনজন নাম করা বীর এই সব কাজ করেছিল।


তারপরে আর একবার গোবে পলেষ্টীয়দের সঙ্গে যুদ্ধ হল; তখন হূশাতীয় সিব্বখয় রফার সন্তান সফকে হত্যা করল৷


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন