২ শমূয়েল 23:10 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 ইতিমধ্যে তিনি দাঁড়িয়ে যে পর্যন্ত তাঁর হাত ক্লান্ত না হল, ততক্ষণ পলেষ্টীয়দেরকে আঘাত করলেন; শেষে তলোয়ারে তাঁর হাত জোড়া লেগে গেল; আর সদাপ্রভু সেই দিন বিজয় মহাজয় দিলেন এবং লোকেরা শুধুমাত্র লুট করার জন্য তাঁর পিছন পিছন গেল৷ অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 ইতোমধ্যে তিনি দাঁড়িয়ে যে পর্যন্ত তাঁর হাত শ্রান্ত না হল, ততক্ষণ ফিলিস্তিনীদের আঘাত করলেন; শেষে তলোয়ারের আঘাতে তাঁর হাত জোড়া লেগে গেল; আর মাবুদ সেই দিনে মহানিস্তার করলেন এবং লোকেরা কেবল লুট করার জন্য তাঁর পেছন পেছন গেল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 কিন্তু ইলীয়াসর ততক্ষণ পর্যন্ত মাটি কামড়ে দাঁড়িয়ে থেকে ফিলিস্তিনীদের যন্ত্রণা করে গেলেন, যতক্ষণ না তাঁর হাত অবশ হয়ে তরোয়ালে জমে গেল। সেদিন সদাপ্রভু মহাবিজয় এনে দিলেন। সৈন্যসামন্তরা ইলিয়াসরের কাছে ফিরে গেল, কিন্তু শুধু মৃতদেহটির সাজপোশাক খুলে ফেলার জন্যই। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 কিন্তু ইলিয়াসর একা সমানে ফিলিস্তিনী সৈন্যদের সঙ্গে যুদ্ধ করে গেলেন। ক্লান্ত, অবসন্ন হয়ে তাঁর হাত অসাড় ও শক্ত হয়ে গেল, তাঁর হাতে তরোয়াল আটকে গেল। শেষ পর্যন্ত সেদিন প্রভু পরমেশ্বরই বিজয়ী হলেন। যুদ্ধ জয়ের পর ইসরায়েলীরা ইলিয়াসরের কাছে ফিরে এল মৃত সৈন্যদের কাছ থেকে অস্ত্র-শস্ত্র লুঠ করার জন্য। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 ইতিমধ্যে তিনি দাঁড়াইয়া যে পর্য্যন্ত তাঁহার হস্ত শ্রান্ত না হইল, তাবৎ পলেষ্টীয়দিগকে আঘাত করিলেন; শেষে খড়্গে তাঁহার হস্ত যোড়া লাগিয়া গেল; আর সদাপ্রভু সেই দিনে মহানিস্তার করিলেন, এবং লোকেরা কেবল লুট করিবার জন্য তাঁহার পশ্চাতে পশ্চাতে গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 ইলিয়াসর প্রচণ্ড অবসন্ন হওয়ার আগে পর্যন্ত পলেষ্টীয়দের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। সে দৃঢ়ভাবে তরবারি ধরে যুদ্ধ চালিয়ে গিয়েছিল। সেই দিন প্রভু ইস্রায়েলকে একটা বড় জয় এনে দিলেন। ইলিয়াসর যুদ্ধে জয়ী হলে লোকরা সকলে ফিরে এল। কিন্তু তারা শুধুমাত্র মৃত শত্রুদের থেকে জিনিসপত্র নিতে এসেছিল। অধ্যায় দেখুন |