২ শমূয়েল 22:38 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী38 আমি আমার শত্রুদের তাড়া করে তাদের ধ্বংস করেছি; ধ্বংস না করা পর্যন্ত ফিরে আসি নি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস38 আমি আমার দুশমনদের পিছনে দৌড়ে তাদের বিনষ্ট করেছি, সংহার না করে ফিরে আসি নি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ38 “আমি শত্রুদের পিছনে ধাওয়া করে তাদের চূর্ণবিচূর্ণ করেছি; তারা ধ্বংস না হওয়া পর্যন্ত আমি পিছু হটিনি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)38 শত্রুরা পালিয়ে রক্ষা পায় নি আমি ধ্বংস করেছি তাদের, একেবারে শেষ না করে, আসি নি ফিরে- অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)38 আমি আপন শত্রুগণের পশ্চাতে দৌড়িয়া তাহাদিগকে বিনষ্ট করিয়াছি, সংহার না করিয়া ফিরিয়া আসি নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল38 আমার শত্রুদের নিধন না করা পর্যন্ত আমি তাদের তাড়া করতে চাই। তারা ধ্বংস প্রাপ্ত না হওয়া পর্যন্ত আমি ফিরে আসতে চাই না। অধ্যায় দেখুন |