২ শমূয়েল 2:31 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী31 কিন্তু দায়ূদের দাসদের আঘাতে বিন্যামীনের ও অবনেরের লোকদের তিনশো ষাট জন মারা গেল৷ অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 কিন্তু দাউদের গোলামদের আঘাতে বিন্ইয়ামীন ও অব্নেরের লোকদের তিন শত ষাটজন মারা গিয়েছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ31 কিন্তু দাউদের লোকজন অবনেরের সঙ্গে থাকা 360 জন বিন্যামীনীয় লোককে হত্যা করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 অপরপক্ষে দাউদের লোকেরা অবনেরের বিন্যামীন গোষ্ঠীর লোকদের মধ্যে তিনশো ষাট জনকে হত্যা করেছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 কিন্তু দায়ূদের দাসগণের আঘাতে বিন্যামীনের ও অব্নেরের লোকদের তিন শত ষাট জন মরিয়াছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল31 কিন্তু দায়ূদের আধিকারিকরা, অব্নেরের দল থেকে বিন্যামীনের পরিবারের 360 জনকে হত্যা করেছিল। অধ্যায় দেখুন |