২ শমূয়েল 2:2 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 অতএব দায়ূদ আর তাঁর দুই স্ত্রী, যিষ্রিয়েলীয়া অহীনোয়ম ও কর্মিলীয় নাবলের বিধবা অবীগল, সেই জায়গায় গেলেন৷ অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 অতএব দাউদ আর তাঁর দুই স্ত্রী, যিষ্রিয়েলীয়া অহীনোয়ম ও কর্মিলীয় নাবলের বিধবা অবীগল, সেই স্থানে গমন করলেন, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 অতএব দাউদ তাঁর দুই স্ত্রী, যিষ্রিয়েলীয় অহীনোয়ম ও কর্মিলীয় নাবলের বিধবা অবীগলকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছে গেলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 কাজেই দাউদ তাঁর দুই স্ত্রী যিষরিয়েল দেশের মেয়ে অহিনোয়াম এবং কার্মেল নিবাসী নাবলের বিধবা অবিগলকে নিয়ে সেখানে চলে গেলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 অতএব দায়ূদ আর তাঁহার দুই স্ত্রী, যিষ্রিয়েলীয়া অহীনোয়ম ও কর্ম্মিলীয় নাবলের বিধবা অবীগল, সেই স্থানে গমন করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 তখন দায়ূদ এবং তাঁর দুই স্ত্রী হিব্রোণে রওনা হলেন। (তাঁর স্ত্রীরা ছিলেন যিষ্রিয়েলের অহীনোয়ম এবং কর্ম্মিলের নাবলের বিধবা পত্নী অবীগল।) অধ্যায় দেখুন |