২ শমূয়েল 2:17 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 আর সেই দিন ভীষণ যুদ্ধ হল এবং অবনের ও ইস্রায়েলের লোকেরা দায়ূদের দাসেদের সামনে হেরে গেল৷ অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 আর সেই দিনে ঘোরতর যুদ্ধ হল এবং অব্নের ও ইসরাইলের লোকেরা দাউদের গোলামদের সম্মুখে পরাজিত হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 সেদিন যুদ্ধ ভয়াবহ আকার ধারণ করল, এবং অবনের ও ইস্রায়েলীরা দাউদের লোকজনের হাতে পরাজিত হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 তারপর বেধে গেল ভীষণ যুদ্ধ। অবনের ও ইসরায়েলীরা দাউদের সৈন্যদলের কাছে হেরে গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 আর সেই দিবসে ঘোরতর সংগ্রাম হইল; এবং অব্নের ও ইস্রায়েল লোকেরা দায়ূদের দাসগণের সম্মুখে পরাজিত হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 সেই লড়াই একটা ভয়ঙ্কর যুদ্ধের রূপ নিয়েছিল এবং দায়ূদের লোকজন সেদিন অব্নের এবং ইস্রায়েলীয়দের হারিয়ে দিয়েছিল। অধ্যায় দেখুন |