২ শমূয়েল 19:40 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী40 আর রাজা পার হয়ে গিলগলে গেলেন এবং কিমহম তাঁর সঙ্গে গেল৷ এবং যিহূদার সমস্ত লোক ও ইস্রায়েলের অর্ধেক লোক গিয়ে রাজাকে পার করে নিয়ে এসেছিল৷ অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস40 আর বাদশাহ্ পার হয়ে গিল্গলে গেলেন; এবং কিম্হম তাঁর সঙ্গে গেল এবং এহুদার সমস্ত লোক ও ইসরাইলের অর্ধেক লোক গিয়ে বাদশাহ্কে পার করে নিয়ে এসেছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ40 রাজামশাই যখন নদী পার হয়ে গিল্গলে গেলেন, কিমহমও তাঁর সঙ্গে নদী পার হল। যিহূদার সৈন্যদলের সমস্ত সৈন্যসামন্ত ও ইস্রায়েলের সৈন্যদলের অর্ধেক সৈন্যসামন্ত রাজামশাইকে নিয়ে এসেছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)40 রাজা গিলগলে চলে গেলেন। কিমহামও রাজার সঙ্গে গেল। যিহুদা গোষ্ঠীর সমস্ত লোক এবং ইসরায়েলীদের অর্ধেক লোক গিয়েছিল তাঁকে অভ্যর্থনা করে এগিয়ে আনতে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)40 আর রাজা পার হইয়া গিল্গলে গেলেন; এবং কিম্হম তাঁহার সহিত গেল, এবং যিহূদার সমস্ত লোক ও ইস্রায়েলের অর্দ্ধেক লোক গিয়া রাজাকে পার করিয়া লইয়া আসিয়াছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল40 রাজা নদী পার হয়ে গিল্গলে গেলেন। কিম্হম তাঁর সঙ্গে গেল। যিহূদার সব লোক এবং ইস্রায়েলের অর্ধেক লোক দায়ূদকে নদী পার করে নিয়ে গেল। অধ্যায় দেখুন |