২ শমূয়েল 15:29 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী29 অতএব সাদোক ও অবিয়াথর ঈশ্বরের সিন্দুক আবার যিরূশালেমে নিয়ে গিয়ে সেখানে রাখলেন৷ অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 অতএব সাদোক ও অবিয়াথর আল্লাহ্র সিন্দুক পুনরায় জেরুশালেমে নিয়ে গিয়ে সেই স্থানে রইলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ29 অতএব সাদোক ও অবিয়াথর ঈশ্বরের সিন্দুকটি নিয়ে জেরুশালেমে ফিরে গিয়ে সেখানেই থেকে গেলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 সাদোক এবং অবিয়াথার তখন চুক্তিসিন্দুক নিয়ে জেরুশালেমে ফিরে গেলেন এবং সেখানেই থাকতে লাগলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 অতএব সাদোক ও অবিয়াথর ঈশ্বরের সিন্দুক পুনরায় যিরূশালেমে লইয়া গিয়া সেই স্থানে রহিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 সেই মত, সাদোক এবং অবীয়াথর ঈশ্বরের পবিত্র সিন্দুক জেরুশালেমে নিয়ে গিয়ে রেখে দিল। অধ্যায় দেখুন |