২ শমূয়েল 1:18 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 এবং যিহূদার সন্তানদের এই ধনুকের গান শেখাতে আদেশ দিলেন; দেখ, সেটা যাশের গ্রন্থে লেখা আছে৷ অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 এবং এহুদার সন্তানদেরকে এই ধনুর্গীত শিখাতে হুকুম দিলেন। দেখ, তা যাশের গ্রন্থে লেখা আছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 এবং তিনি আদেশ দিলেন যেন যিহূদার লোকজনকেও ধনুকের এই বিলাপ-গীতটি শেখানো হয় (এটি যাশের গ্রন্থে লেখা আছে): অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 যিহুদীয়ার সমস্ত লোককে শিখাবার আদেশ দিলেন। গাথাটি যাশারের গ্রন্থে লেখা আছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 এবং যিহূদার সন্তানদিগকে এই ধনুর্গীত শিখাইতে আজ্ঞা দিলেন; দেখ, তাহা যাশের গ্রন্থে লিখিত আছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 সেই গান যিহূদার অধিবাসীদের শিখিয়ে দেবার জন্য দায়ূদ তাঁর অনুগামীদের আদেশ দিলেন। এ গান “ধনু” নামে পরিচিত যা যাশের গ্রন্থে লিপিবদ্ধ আছে। অধ্যায় দেখুন |