২ রাজাবলি 9:35 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী35 এতে লোকেরা তাকে কবর দিতে গেল, কিন্তু তার মাথার খুলি, হাত ও পা ছাড়া আর কিছুই পেল না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস35 তাতে লোকেরা তাকে দাফন করতে গেল, কিন্তু তার মাথার খুলি, পা ও হাত ছাড়া আর কিছুই পাওয়া গেল না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ35 কিন্তু যখন তারা তাকে কবর দিতে গেল, তখন তারা তার মাথার খুলি, তার পা ও হাত ছাড়া আর কিছুই খুঁজে পায়নি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)35 কিন্তু যারা তাঁকে কবর দিতে গেল তারা তাঁর মাথার খুলি ও হাত পায়ের হাড় ছাড়া আর কিছুই পেল না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)35 তাহাতে লোকেরা তাহাকে কবর দিতে গেল, কিন্তু তাহার মাথার খুলি, পা ও করতল ব্যতিরেকে আর কিছুই পাইল না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল35 ভৃত্যরা ঈষেবলকে কবর দিতে গিয়ে দেহের কোন হদিস পেল না। তারা কেবল ঈষেবলের মাথার খুলি, পায়ের পাতা আর হাতের তালু খুঁজে পেল। অধ্যায় দেখুন |