২ রাজাবলি 9:22 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 যোরাম যেহূকে দেখেই জিজ্ঞাসা করলেন, “যেহূ, সব কিছু ঠিক আছে তো?” উত্তরে তিনি বললেন, “যতক্ষণ তোমার মা ঈষেবলের ব্যভিচার ও যাদুবিদ্যা থাকে, সে পর্যন্ত মঙ্গল কি করে হতে পারে?” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 যেহূকে দেখামাত্র যোরাম বললেন, যেহূ মঙ্গল তো? জবাবে তিনি বললেন, যে পর্যন্ত তোমার মা ঈষেবলের এত জেনা ও মায়াবিত্ব থাকে, সে পর্যন্ত মঙ্গল কোথায়? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 যেহূকে দেখতে পেয়ে যোরাম তাঁকে জিজ্ঞাসা করলেন, “যেহূ, তুমি কি শান্তিতে এসেছ?” “শান্তি থাকবে কী করে,” যেহূ উত্তর দিলেন, “যতদিন আপনার মা ঈষেবলের প্রতিমাপুজো ও ডাইনিবিদ্যা দেশে উপচে পড়ছে?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 যেহুকে দেখে যোরাম জিজ্ঞাসা করলেন, যেহু, তুমি কি মিত্রভাবে এসেছ? যেহু বললেন, মিত্রতা কি করে হয়? যতদিন আপনার মা ঈষেবলের প্রতিমাপূজা আর ডাকিনীতন্ত্র-মন্ত্র থাকবে ততদিন মিত্রতা সম্ভব নয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 যেহূকে দেখিবামাত্র যোরাম কহিলেন, যেহূ, মঙ্গল ত? তিনি উত্তর করিলেন, যে পর্য্যন্ত তোমার মাতা ঈষেবলের এত ব্যভিচার ও মায়াবিত্ব থাকে, সে পর্য্যন্ত মঙ্গল কোথায়? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 যোরাম যেহূকে দেখতে পেয়ে বললেন, “তুমি বন্ধুর মতো এসেছো যেহূ?” যেহূ উত্তর দিলেন, “যতদিন তোমার মা ঈষেবল বেশ্যাবৃত্তি ও ডাইনিগিরি চালিয়ে যাবে ততদিন বন্ধুত্বের কোনো প্রশ্নই ওঠে না।” অধ্যায় দেখুন |