২ রাজাবলি 24:3 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 বস্তুত সদাপ্রভুর আদেশ অনুসারেই যিহূদার প্রতি এই সব ঘটেছিল যাতে তিনি নিজের চোখের সামনে থেকে তাদের দূর করে দিতে পারেন। কারণ এই সব ঘটেছিল মনঃশির সমস্ত পাপের জন্য, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 বাস্তবিক মাবুদেরই হুকুম অনুসারে এহুদার প্রতি এরকম ঘটলো, যেন তারা তাঁর সম্মুখ থেকে দূরীভূত হয়; এর কারণ মানশার সমস্ত গুনাহ্, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 সদাপ্রভুর আদেশানুসারেই নিঃসন্দেহে যিহূদার প্রতি এসব কিছু হল, যেন মনঃশির করা সব পাপের কারণে ও তিনি যা যা করলেন, সেসবের কারণে তাদের সদাপ্রভুর উপস্থিতি থেকে দূর করে দেওয়া যায়, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 পরমেশ্বরের নির্দেশেই যিহুদীয়ার ভাগ্যে এই ঘটনা ঘটেছিল। যিহুদীয়ার অধিবাসীদের নিজের সান্নিধ্য থেকে বিতাড়িত করার জন্য তিনি এই কাজ করেছিলেন। এর কারণ রাজা মনঃশির পাপ তাঁর সকল দুষ্কর্ম, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 বাস্তবিক সদাপ্রভুরই আজ্ঞানুসারে যিহূদার প্রতি এইরূপ ঘটিল, যেন তাহারা তাঁহার সম্মুখ হইতে দূরীকৃত হয়; ইহার কারণ মনঃশির পাপ সকল, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 এইভাবেই প্রভু যিহূদাকে তাঁর চোখের সামনে থেকে সরিয়ে দেবার পরিকল্পনা করেন। মনঃশির পাপ আচরণের জন্যই প্রভু এ সিদ্ধান্ত নিয়েছিলেন। অধ্যায় দেখুন |