২ রাজাবলি 23:14 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 যোশিয় রাজা পবিত্র পাথরগুলো ভেঙে ফেললেন এবং আশেরার মূর্তিগুলিও কেটে ফেললেন আর সেই জায়গাগুলো মানুষের হাড়ে পূরণ করে দিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 আর তিনি সমস্ত স্তম্ভ ভেঙ্গে ফেললেন ও সমস্ত আশেরা-মূর্তি কেটে ফেলে তাদের স্থান মানুষের অস্থিতে পরিপূর্ণ করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 যোশিয় পবিত্র পাথরগুলি ভেঙে গুঁড়ো করে দিলেন ও আশেরার খুঁটিগুলি কেটে নামিয়েছিলেন এবং সেই স্থানটি মানুষের অস্থি দিয়ে ঢেকে দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 পাথরের স্তম্ভগুলি রাজা যোশিয় ভেঙ্গে ফেললেন, আশেরা স্তম্ভগুলি উচ্ছেদ করলেন এবং সেগুলি যেখানে ছিল সেই জায়গাটিতে মানুষের হাড় ছড়িয়ে অশুচি করে দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 আর তিনি স্তম্ভ সকল ভাঙ্গিয়া ফেলিলেন, ও আশেরা মূর্ত্তি সকল ছেদন করিয়া তাহাদের স্থান মনুষ্যের অস্থিতে পরিপূর্ণ করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 তিনি যাবতীয় স্মৃতিফলক, আশেরার খুঁটি ভেঙে দিয়ে সে সব জায়গায় নরকঙ্কাল ছড়িয়ে দেন। অধ্যায় দেখুন |