২ রাজাবলি 19:4 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 অশূরের রাজা যিনি জীবন্ত ঈশ্বরকে ঠাট্টা বিদ্রূপ করতে রব্শাকিকে পাঠিয়েছেন কিন্তু আপনার ঈশ্বর সদাপ্রভু হয়তো সেই সব কথা শুনে তাকে ধমক দেবেন। তাই যারা এখনও বেঁচে আছে তাদের জন্য আপনি প্রার্থনা করুন।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 জীবন্ত আল্লাহ্কে টিট্কারি দেবার জন্য তাঁর প্রভু আসেরিয়ার বাদশাহ্র প্রেরিত রব্শাকি যেসব কথা বলেছে, হয় তো আপনার আল্লাহ্ মাবুদ সেই সমস্ত শুনবেন এবং তাকে সেই সমস্ত কথার জন্য তিরস্কার করবেন, যা আপনার আল্লাহ্ মাবুদ শুনেছেন, অতএব যে অবশিষ্টাংশ এখনও আছে, আপনি তার জন্য মুনাজাত করুন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 হয়তো সদাপ্রভু, আপনার ঈশ্বর সেই সৈন্যাধ্যক্ষের সব কথা শুনে থাকবেন, যাকে তার মনিব, আসিরীয় রাজা, জীবন্ত ঈশ্বরকে বিদ্রুপ করার জন্য প্রেরণ করেছিলেন। সদাপ্রভু, আপনার ঈশ্বর, যে কথা শুনেছেন, তার জন্য তিনি হয়তো তাঁকে তিরস্কার করবেন। সেই কারণে, যারা এখনও বেঁচে আছে, আপনি অবশিষ্ট তাদের জন্য প্রার্থনা করুন।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 আসিরীয় সম্রাট তাঁর প্রধান সেনাপতিকে পাঠিয়েছেন সদা জাগ্রত প্রভু পরমেশ্বরকে উপহাস করতে। আপনার আরাধ্য ঈশ্বর সেই বিদ্রূপ শুনেছেন। তিনি তাঁকে দণ্ড দিন। আমরা যারা ইসরায়েলের মধ্যে অবশিষ্ট আছি, আমাদের জন্য আপনি প্রার্থনা করুন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 জীবন্ত ঈশ্বরকে টিট্কারি দিবার জন্য আপন প্রভু অশূর-রাজের প্রেরিত রব্শাকি যে সকল কথা কহিয়াছে, হয় ত আপনার ঈশ্বর সদাপ্রভু সে সমস্ত শুনিবেন, এবং তাহাকে সেই সকল কথার জন্য তিরস্কার করিবেন, যাহা আপনার ঈশ্বর সদাপ্রভু শুনিয়াছেন; অতএব যে অবশিষ্টাংশ এখনও আছে, আপনি তাহার নিমিত্ত প্রার্থনা উৎসর্গ করুন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 অশূররাজের সেনাপতি এসে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে পর্যন্ত প্রশ্ন তুলেছে, অনেক খারাপ কথা শুনিয়ে গিয়েছে। সম্ভবতঃ আপনার প্রভু ঈশ্বর সে সবই শুনতে পেয়েছেন, হয়তো এর জন্য প্রভু তাঁর শত্রুদের যথোচিত শাস্তিও দেবেন। অনুগ্রহ করে আপনি, যে সমস্ত লোক এখনও জীবিত আছে তাদের জন্য প্রার্থনা করুন।’” অধ্যায় দেখুন |