২ রাজাবলি 19:30 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী30 যিহূদা গোষ্ঠীর যে লোকেরা তখনও বেঁচে থাকবে তারা আবার গাছের মত নীচে শিকড় বসাবে আর উপরে ফল দেবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 আর এহুদা-কুলের রক্ষা পাওয়া যেসব লোক অবশিষ্ট আছে, তারা আবার নিচে মূল বাঁধবে ও উপরে ফল দেবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ30 আরও একবার যিহূদা রাজ্যের অবশিষ্ট লোকেরা পায়ের নিচে মূল খুঁজে পাবে ও তাদের উপরে ফল ধরবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)30 যিহুদীয়ার লোকেরা যারা বেঁচে যাবে তারা চারা গাছের মত বাড়-বাড়ন্ত হবে, তাদের মূল মাটির গভীরে নেমে যাবে এবং ফল উৎপন্ন করবে।। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 আর যিহূদা-কুলের যে রক্ষাপ্রাপ্ত লোকেরা অবশিষ্ট আছে, তাহারা আবার নীচে মূল বাঁধিবে, ও উপরে ফল দিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল30 যিহূদার যে সমস্ত লোক পালিয়ে গিয়েছে এবং বেঁচে আছে আবার সংখ্যায় বৃদ্ধি পাবে। অধ্যায় দেখুন |