২ রাজাবলি 18:18 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 যখন তাঁরা রাজাকে ডাকলেন তখন রাজবাড়ীর পরিচালক হিল্কিয়ের ছেলে ইলীয়াকীম, রাজার লেখক শিব্ন এবং ইতিহাস লেখক আসফের ছেলে যোয়াহ বের হয়ে তাঁদের কাছে দেখা করতে গেলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 পরে তাঁরা বাদশাহ্কে আহ্বান করলে হিল্কিয়ের পুত্র ইলিয়াকীম নামে রাজপ্রাসাদের নেতা, শিব্ন লেখক ও আসফের পুত্র যোয়াহ নামক ইতিহাস-রচয়িতা বের হয়ে তাঁদের কাছে গেলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 তারা রাজাকে ডেকে পাঠালেন; এবং রাজপ্রাসাদের পরিচালক হিল্কিয়ের পুত্র ইলিয়াকীম, সচিব শিব্ন ও আসফের পুত্র লিপিকার যোয়াহ বের হয়ে তাদের কাছে গেলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 তাঁরা রাজা হিলকিয়ের পুত্র রাজপ্রাসাদের অধ্যক্ষ ইলিয়াকিম, রাজসভার সচিব শেবনা এবং আসফের পুত্র লিপিকার যোয়াহ্ তাঁদের সঙ্গে দেখা করতে এলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 পরে তাঁহারা রাজাকে আহ্বান করিলে হিল্কিয়ের পুত্র ইলিয়াকীম নামে রাজবাটীর অধ্যক্ষ, শিব্ন লেখক ও আসফের পুত্র যোয়াহ নামক ইতিহাসরচক বাহির হইয়া তাঁহাদের কাছে গেলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 তিনি হিল্কিয়ের পুত্র রাজপ্রাসাদের তত্ত্বাবধায়ক ইলিয়াকীম, সচিব শিব্ন ও একজন তথ্যসংগ্রাহক আসফের পুত্র যোয়াহ তাঁর সঙ্গে দেখা করতে বাইরে এল। অধ্যায় দেখুন |