২ রাজাবলি 16:5 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 অরামের রাজা রৎসীন ও রমলিয়ের ছেলে ইস্রায়েলের রাজা পেকহ যিরূশালেমে এসে আহস সুদ্ধ শহরটা ঘেরাও করলেন, কিন্তু তাঁরা আহসকে জয় করতে পারলেন না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 সেই সময় অরামের বাদশাহ্ রৎসীন এবং রমলিয়ের পুত্র ইসরাইলের বাদশাহ্ পেকহ যুদ্ধ করার জন্য জেরুশালেমে যাত্রা করে আহসকে অবরোধ করলেন, কিন্তু তাঁকে যুদ্ধে পরাজিত করতে পারলেন না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 পরে অরামের রাজা রৎসীন ও রমলিয়ের ছেলে ইস্রায়েলের রাজা পেকহ জেরুশালেমের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করে আহসকে অবরুদ্ধ করলেন, কিন্তু তারা তাঁকে বশে আনতে পারেননি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 সিরিয়ার রাজা রেৎসিন ও ইসরায়েলরাজ পেকাহ্ জেরুশালেম আক্রমণ করে অবরোধ করেন। কিন্তু তাঁরা আহসকে পরাজিত করতে পারেন নি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 তৎকালে অরাম-রাজ রৎসীন এবং রমলিয়ের পুত্র ইস্রায়েল-রাজ পেকহ যুদ্ধার্থে যিরূশালেমে যাত্রা করিয়া আহসকে অবরোধ করিলেন, কিন্তু তাঁহাকে যুদ্ধে জয় করিতে পারিলেন না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 অরামের রাজা রৎসীন ও রমলিয়ের পুত্র ইস্রায়েলের রাজা পেকহ জেরুশালেমের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে আহসকে চতুর্দিক থেকে ঘিরে ফেললেও শেষপর্যন্ত পরাজিত করতে পারেন নি। অধ্যায় দেখুন |