২ বংশাবলি 36:12 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 তাঁর ঈশ্বর সদাপ্রভুর চোখে যা কিছু মন্দ তিনি তাই করেছিলেন। তিনি ভাববাদী যিরমিয়, যিনি সদাপ্রভুর বাক্য বলতেন, তাঁর সামনে নিজেকে নত করলেন না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 তাঁর আল্লাহ্ মাবুদের দৃষ্টিতে যা মন্দ, তা-ই তিনি করতেন, মাবুদের মুখের কালাম-প্রকাশক ইয়ারমিয়া নবীর সম্মুখে নিজেকে অবনত করলেন না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 তাঁর ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টিতে যা যা মন্দ, তিনি তাই করলেন এবং সেই ভাববাদী যিরমিয়ের সামনে নিজেকে নত করেননি, যিনি সদাপ্রভুর বাক্য বললেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 তিনি প্রভু পরমেশ্বরের বিরুদ্ধাচরণ করে পাপ করেছিলেন। নবী যিরমিয় তাঁকে প্রভু পরমেশ্বরের বাণী শোনালেও তিনি সে কথায় কর্ণপাত করে নতিস্বীকার করেন নি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 আপন ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই তিনি করিতেন, সদাপ্রভুর মুখের বাক্যপ্রকাশক যিরমিয় ভাববাদীর সম্মুখে আপনাকে অবনত করিলেন না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 সিদিকিয়ও প্রভুর ইচ্ছা অনুসারে জীবনযাপন না করে তাঁর বিরুদ্ধে পাপ আচরণ করেছিলেন। ভাববাদী যিরমিয় তাঁকে প্রভুর প্রেরিত সতর্কবাণী শোনালেও সিদিকিয় তাতে কর্ণপাত করেন নি বা নম্র ও ধার্মিকভাবে জীবনযাপন করেন নি। অধ্যায় দেখুন |