২ বংশাবলি 35:13 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 নিয়ম অনুসারে তারা নিস্তারপর্ব্বের মেষগুলি আগুনে ঝল্সে নিল এবং বলির মাংস ডেকচি, কড়াই ও হাঁড়িতে সিদ্ধ করল আর তাড়াতাড়ি করে লোকদের খেতে দিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 পরে তারা বিধিমতে ঈদুল ফেসাখের কোরবানী আগুনে ঝল্সে নিল; আর পবিত্র সমস্ত কোরবানীর গোশ্ত পাত্র, হাঁড়ি ও কড়াইতে রান্না করলো এবং সমস্ত লোককে দ্রুততার সঙ্গে পরিবেশন করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 যেমন নির্দেশ দেওয়া হল, সেই নির্দেশ অনুসারেই তারা নিস্তারপর্বের পশুগুলি আগুনে ঝলসে নিয়েছিল, এবং পবিত্র নৈবেদ্যগুলি হাঁড়িতে, কড়াইয়ে ও চাটুতে সেদ্ধ করে তাড়াতাড়ি সব লোককে সেগুলি পরিবেশন করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 লেবীয়রা তারণেৎসবের বলি বিধিমত আগুনে ঝলসালেন এবং পবিত্র বলিগুলি পাত্রে, হাঁড়িতে, কড়ায় রান্না করে ক্ষিপ্রহাতে সেই মাংস ভক্তদের পরিবেশন করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 পরে তাহারা বিধিমতে নিস্তারপর্ব্বের বলি অগ্নিতে পাক করিল; আর পবিত্র বলি সকল স্থালীতে, হাঁড়ীতে ও কটাহে পাক করিল, এবং সকল লোককে শীঘ্র শীঘ্র পরিবেষণ করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 নির্দেশ অনুযায়ী, লেবীয়রা আগুনের আঁচে নিস্তারপর্বের মেষশাবকের মাংস ঝলসে নিলেন। তারপর দ্রুত লোকদের মধ্যে মাংস বিতরণ করা হল। অধ্যায় দেখুন |