২ বংশাবলি 34:11 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 অর্থাৎ যিহূদার রাজারা যেসব ঘরগুলো ধ্বংস করেছিলেন সেগুলোর জন্য তারা ছুতার মিস্ত্রি ও রাজমিস্ত্রিদের টাকা দিল যাতে তারা সুন্দর করে কাটা পাথর এবং ঘর সারাই করার জন্য ও কড়িকাঠের জন্য কাঠ কিনতে পারে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 অর্থাৎ এহুদার বাদশাহ্রা যেসব বাড়ি-ঘর বিনষ্ট করেছিলেন, সেই সবের জন্য খোদাই-করা পাথর ও জোড়ের কাঠ ক্রয় করতে ও কড়িকাঠ প্রস্তুত করতে তারা ছুতার মিস্ত্রিদের ও গাঁথকদেরকে তা দিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 যিহূদার রাজারা যে ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হতে দিলেন, সেখানকার আড়া ও কড়িকাঠ ঠিক করার জন্য মাপ করে কাটা পাথর ও কাঠ কেনার পয়সাও তারা ছুতোর ও রাজমিস্ত্রিদের দিয়েছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 ছুতোর মিস্ত্রী ও রাজমিস্ত্রীদের হাতে মন্দিরের সংস্কারের কাজে প্রয়োজনীয় কাঠ ও পাথর কিনবার জন্য। যিহুদীয়ার পূর্বতন রাজারা এদিকে মনযোগ না দিয়ে মন্দিরকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 অর্থাৎ যিহূদার রাজগণ যে সকল গৃহ বিনষ্ট করিয়াছিলেন, সেই সকলের জন্য ক্ষোদিত প্রস্তর, ও যোড়ের কাষ্ঠ ক্রয় করিতে ও কড়িকাষ্ঠ প্রস্তুত করিতে তাহারা সূত্রধরদিগকে ও গাঁথকদিগকে তাহা দিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 ছুতোরকে কড়িবর্গার জন্য কাঠ কিনতে এবং পাথর কেনবার জন্য পাথর কাটুরেদের অর্থ দিলেন। তাঁরা এটা করলেন কারণ যিহূদার আগের রাজারা মন্দিরের ইমারতগুলিকে ধ্বংস হয়ে যেতে দিয়েছিলেন। অধ্যায় দেখুন |