২ বংশাবলি 33:25 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 কিন্তু যারা রাজা আমোনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল দেশের লোকেরা তাদের সবাইকে মেরে ফেলল এবং তারা তাঁর ছেলে যোশিয়কে তাঁর জায়গায় রাজা করল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 কিন্তু দেশের লোকেরা আমোন বাদশাহ্র বিরুদ্ধে চক্রান্তকারী সকলকে হত্যা করলো; পরে দেশের লোকেরা তাঁর পুত্র ইউসিয়াকে তাঁর পদে বাদশাহ্ করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 তখন দেশের প্রজারা সেইসব লোককে হত্যা করল, যারা রাজা আমোনের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হল, এবং তারা তাঁর স্থানে তাঁর ছেলে যোশিয়কে রাজা করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 যিহুদীয়ার প্রজারা আমোনের হত্যাকারীদের হত্যা করে আমোনের পুত্র যোশিয়কে তাঁর পিতার সিংহাসনে বসায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 কিন্তু দেশের লোকেরা আমোন রাজার বিরুদ্ধে চক্রান্তকারী সকলকে বধ করিল; পরে দেশের লোকেরা তাঁহার পুত্র যোশিয়কে তাঁহার পদে রাজা করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 কিন্তু যিহূদার লোকরা এই সমস্ত চক্রান্তকারী ভৃত্যদের হত্যা করে আমোনের পুত্র যোশিয়কে সিংহাসনে বসালো। অধ্যায় দেখুন |