২ বংশাবলি 31:15 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী15 যাজকদের শহর গুলোতে তাঁদের বিভিন্ন দল অনুসারে বয়সে ছোট বা বড় ভাই, দরকারী ও অদরকারী উভয়ই তাঁদের সংগী যাজকদের ঠিকভাবে ভাগ করে দেবার জন্য কোরির অধীনে এদন, বিন্যামীন, যেশূয়, শময়িয়, অমরিয় ও শখনিয় বিশ্বস্তভাবে কাজ করতেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 তার অধীনে এদন, মিনিয়ামীন, যেশূয়, শময়িয়, অমরিয় ও শখনিয়, এরা ইমামদের বিভিন্ন নগরে তাদের ছোট বড় ভাইদেরকে পালানুসারে অংশ দেবার জন্য নির্ধারিত কাজে নিযুক্ত হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 এদন, মিনিয়ামীন, যেশূয়, শময়িয়, অমরিয় ও শখনিয় নিষ্ঠাসহকারে যাজকদের নগরগুলিতে থেকে কোরির কাজে সাহায্য করতেন, এবং বড়ো বা ছোটো, তাদের সমগোত্রীয় যাজকদের বিভাগ অনুসারে, তাদের কাছে তাদের প্রাপ্য বিলি করে দিতেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 অন্যান্য শহরে যেখানে পুরোহিতেরা বাস করতেন সেখানে অন্যান্য সহকারী লেবীয়রা এই কাজে তাঁদের বিশ্বস্তভাবে সাহায্য করতেন। এইসব লেবীয়দের নাম: এদন, বিন্যামীন, যেশূয়, শময়িয়, অমরিয় ও শখনিয়। তাঁরা তাঁদের পালা অনুসারে লেবীয়দের মধ্যে সমান ভাগে খাদ্য বিতরণ করতেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 তাহার অধীনে এদন, বিন্যামীন, যেশূয়, শময়িয়, অমরিয় ও শখনিয়, ইহারা যাজকদের নগরে নগরে আপনাদের ছোট বড় ভ্রাতাদিগকে পালানুসারে অংশ দিবার জন্য নিরূপিত কার্য্যে নিযুক্ত হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 এদন, মিন্যামীন, যেশূয়, শময়িয়, অমরিয় আর শখনিয় এই সংগৃহীত জিনিসগুলি তাদের আত্মীয়দের মধ্যে তাদের বিভাজন অনুযায়ী, নবীন ও প্রবীণ উভয়কেই বিশ্বস্তভাবে বিতরণ করেছিলেন। অধ্যায় দেখুন |