২ বংশাবলি 31:10 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 এতে সাদোকের বংশের অসরিয় নামে প্রধান যাজক উত্তর করে বললেন, “সদাপ্রভুর ঘরের জন্য লোকেরা যখন তাদের দান আনতে শুরু করল তখন থেকে আমরা যেমন যথেষ্ট খাবার খেয়েছি তেমনি বাড়তিও রয়েছে প্রচুর, কারণ সদাপ্রভু তাঁর লোকদের আশীর্বাদ করেছেন, তাই এই সমস্ত জিনিস প্রচুর বেঁচে গেছে।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 সাদোকের কুলজাত অসরিয় নামে প্রধান ইমাম তাঁকে এই জবাব দিলেন, যেদিন থেকে লোকেরা মাবুদের গৃহে উপহার আনতে আরম্ভ করেছে, সেদিন থেকে আমরা ভোজন করেছি, তৃপ্ত হয়েছি, আর যথেষ্ট বেঁচে গেছে; কেননা মাবুদ তাঁর লোকদের দোয়া করেছেন, তাই এই বড় দ্রব্যরাশি বেঁচে গেছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 এবং সাদোকের বংশোদ্ভূত প্রধান যাজক অসরিয় উত্তর দিলেন, “যেদিন থেকে লোকেরা সদাপ্রভুর মন্দিরে তাদের দান আনতে শুরু করল, আমরা যথেষ্ট খাবার খেতে পেয়েছি এবং প্রচুর খাবার বেঁচেও গিয়েছে, কারণ সদাপ্রভু তাঁর প্রজাদের আশীর্বাদ করেছেন, ও এত কিছু বেঁচে গিয়েছে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 তখন সাদোকের একজন বংশধর, প্রধান পুরোহিত অসরিয় তাঁকে বললেন, যেদিন থেকে প্রজারা মন্দিরে তাদের উপহার আনতে আরম্ভ করেছে, সেদিন থেকে যথেষ্ট আহার্যের ব্যবস্থা হয়েছে, উদ্বৃত্তও হয়েছে প্রচুর। প্রভু পরমেশ্বর তাঁর প্রজাদের আশীর্বাদ করেছেন বলে আমরা এত দ্রব্যসম্ভার পেয়েছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 সাদোকের কুলজাত অসরিয় নামে প্রধান যাজক তাঁহাকে এই উত্তর দিলেন, যে অবধি লোকেরা সদাপ্রভুর গৃহে উপহার আনিতে আরম্ভ করিয়াছে, সেই অবধি আমরা ভোজন করিয়াছি, তৃপ্ত হইয়াছি, আর যথেষ্ট বাঁচিয়া গিয়াছে; কেননা সদাপ্রভু আপন প্রজাদিগকে আশীর্ব্বাদ করিয়াছেন, তাই এই বৃহৎ দ্রব্যরাশি বাঁচিয়া গিয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 প্রধান যাজক, সাদোক বংশের অসরিয় বললেন, “যেদিন থেকে লোকরা প্রভুর মন্দিরের জন্য দান করতে শুরু করেছে সেই সময় থেকে আমরা কেবল খেয়েই চলেছি। কিন্তু আমরা পেট ভরে খাবার পরও এখনও যথেষ্ট খাবার দাবার পড়ে রয়েছে। প্রভু সত্যি সত্যিই তাঁর সেবকদের প্রতি সদয় তাই এতো সমস্ত খাবারদাবার সংগ্রহ হয়েছে।” অধ্যায় দেখুন |