২ বংশাবলি 30:4 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 এই পরিকল্পনা রাজা ও সমস্ত জনতার কাছে উপযুক্ত বলে মনে হল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 এই বিষয়টি বাদশাহ্র ও সমস্ত সমাজের দৃষ্টিতে ন্যায্য মনে হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 রাজা ও সমগ্র জনসমাজ, উভয়ের কাছেই পরিকল্পনাটি সমুচিত বলে মনে হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 রাজা এবং প্রজাবৃন্দ সকলেই তাঁদের পরিকল্পনায় অত্যন্ত খুশী ছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 এই বিষয়টী রাজার ও সমস্ত সমাজের দৃষ্টিতে ন্যায্য বোধ হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 তবে তাঁরা যা সিদ্ধান্ত নিয়েছিলেন তাতে হিষ্কিয় সহ সমবেত সকলেই সন্তুষ্ট হয়েছিলেন। অধ্যায় দেখুন |