২ বংশাবলি 30:13 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 দ্বিতীয় মাসে তাড়ীশূন্য রুটির পর্ব পালন করবার জন্য অনেক লোক, এক মহাজনতা যিরূশালেমে জড়ো হল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 পরে দ্বিতীয় মাসে খামিহীন রুটির উৎসব পালন করার জন্য বিস্তর লোক, এক মহাসমাজ, জেরুশালেমে একত্র হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 দ্বিতীয় মাসে খামিরবিহীন রুটির উৎসব পালন করার জন্য বিশাল জনতা জেরুশালেমে সমবেত হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 দ্বিতীয় মাসে খামিরবিহীন রুটির উৎসব পালন করার জন্য বিপুল সংখ্যক লোক জেরুশালেমে উপস্থিত হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 পরে দ্বিতীয় মাসে তাড়ীশূন্য রুটীর উৎসব পালনার্থে বিস্তর লোক, এক মহাসমাজ, যিরূশালেমে একত্র হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 দ্বিতীয় মাসে বহু ব্যক্তি জেরুশালেমে খামিরবিহীন রুটির উৎসব পালন করতে এলো। অধ্যায় দেখুন |