২ বংশাবলি 29:36 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী36 আর ঈশ্বর তাঁর লোকদের জন্য এই সব কাজ খুব তাড়াতাড়ি করেছিলেন বলে হিষ্কিয় ও তাঁর সবলোকেরা আনন্দ করলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস36 আর আল্লাহ্ লোকদের জন্য যা কিছু করেছেন তাতে হিষ্কিয় ও সমস্ত লোক আনন্দ করলেন; কেননা অকস্মাৎ সেই কাজ করা হয়েছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ36 ঈশ্বর তাঁর প্রজাদের জন্য কী ঘটিয়েছেন, তা দেখে হিষ্কিয় ও দেশের প্রজারা সবাই আনন্দ করলেন, কারণ এসব কিছুই খুব তাড়াতাড়ি করা হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)36 রাজা হিষ্কিয় এবং প্রজাবৃন্দ—সকলেই খুব খুশী কারণ এত শীঘ্র এই বিরাট কর্ম সম্পাদনে ঈশ্বর তাঁদের সাহায্য করেছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)36 আর ঈশ্বর লোকদের জন্য এমন পারিপাট্য বিধান করিয়াছেন, ইহাতে হিষ্কিয় ও সমস্ত লোক আনন্দ করিলেন; কেননা অকস্মাৎ সেই কার্য্য করা হইয়াছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল36 হিষ্কিয় ও তাঁর প্রজারা সকলে ঈশ্বর যে ভাবে অতি দ্রুত তাদেরকে তাঁর সেবার জন্য প্রস্তুত করেছেন তা ভেবে খুবই আনন্দিত হলেন। অধ্যায় দেখুন |