২ বংশাবলি 29:29 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী29 পরে হোম উৎসর্গের অনুষ্ঠান শেষ হলে রাজা এবং তাঁর সাথীরা সকলে হাঁটু পেতে সদাপ্রভুকে প্রণাম করলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 পরে পোড়ানো-কোরবানী শেষ হলে বাদশাহ্ ও তাঁর সঙ্গী সমস্ত লোক অবনত হয়ে সেজ্দা করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ29 বলিদানের কাজ সম্পন্ন হওয়ার পর, রাজা ও তাঁর সাথে সেখানে উপস্থিত প্রত্যেকে নতজানু হয়ে আরাধনা করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 তারপর রাজা হিষ্কিয় ও সমস্ত প্রজা নতজানু হয়ে ঈশ্বরকে প্রণাম করল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 পরে হোম সাঙ্গ হইলে রাজা ও তাঁহার সঙ্গী সমস্ত লোক হেঁট হইয়া প্রণিপাত করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 বলিদানের কাজ শেষ হলে হিষ্কিয় সহ অন্যান্য সকলেই আভূমি নত হয়ে উপাসনা করলেন। অধ্যায় দেখুন |