২ বংশাবলি 29:24 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 এর পরে যাজক সেই ছাগলগুলো বলি দিলেন এবং সমস্ত ইস্রায়েলীয়দের পাপ ঢাকা দেবার উদ্দেশ্যে বেদির উপরে সেই রক্ত দিয়ে পাপের জন্য উৎসর্গের অনুষ্ঠান করলেন। সমস্ত ইস্রায়েলীয়দের জন্য হোম উৎসর্গ ও পাপের জন্য উৎসর্গ করবার আদেশ রাজাই দিয়েছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 আর ইমামেরা সেসব জবেহ্ করে সমস্ত ইসরাইলের জন্য কাফ্ফারা করবার জন্য তাদের রক্ত দ্বারা কোরবানগাহ্র উপরে গুনাহ্-কোরবানী করলো, কেননা বাদশাহ্র হুকুমে সমস্ত ইসরাইলের জন্য সেই পোড়ানো-কোরবানী ও গুনাহ্র জন্য কোরবানী করতে হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 যাজকেরা পরে সেই পাঁঠাগুলি বধ করে সেগুলির রক্ত সমগ্র ইস্রায়েলের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য পাপার্থক বলিরূপে বেদিতে উৎসর্গ করলেন, কারণ রাজা সমগ্র ইস্রায়েলের জন্য হোমবলি ও পাপার্থক বলি উৎসর্গ করার আদেশ দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 তখন পুরোহিতেরা ছাগগুলিকে বলি দিয়ে সমস্ত প্রজাবর্গের পাপের প্রায়শ্চিত্তের জন্য তাদের রক্ত বেদীর উপরে ছিটিয়ে দিলেন। কারণ রাজা সমগ্র ইসরায়েল জাতির জন্য হোমবলি ও প্রায়শ্চিত্তের বলি উৎসর্গ করার আদেশ দিয়েছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 আর যাজকেরা সে সকল হনন করিয়া সমস্ত ইস্রায়েলের জন্য প্রায়শ্চিত্ত করণার্থে তাহাদের রক্ত দ্বারা বেদির উপরে পাপার্থক বলি উৎসর্গ করিল, কেননা রাজার আজ্ঞায় সমস্ত ইস্রায়েলের জন্য সেই হোম ও পাপার্থক বলিদান করিতে হইল। অধ্যায় দেখুন |