২ বংশাবলি 29:23 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী23 তারপর যাজকেরা পাপের জন্য উৎসর্গের উদ্দেশ্যে ছাগলগুলো রাজা ও সব জনগনের সামনে আনলেন; তাঁরা সেগুলোর মাথার উপর হাত রাখলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 পরে গুনাহ্-কোরবানীর জন্য আনা ঐ সমস্ত ছাগল বাদশাহ্র ও সমাজের সম্মুখে আনা হলে তারা তাদের উপরে হাত রাখল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ23 পাপার্থক বলির পাঁঠাগুলি রাজার ও জনসমাজের সামনে এনে রাখা হল, এবং সেগুলির উপর তারা হাত রেখেছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 সবশেষে তাঁরা ছাগগুলিকে নিয়ে রাজার কাছে এবং সমবেত উপাসকদের কাছে নিয়ে গেলেন। তাঁরা ছাগগুলির মাথায় হাত রাখলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 পরে পাপার্থক বলি ঐ ছাগ সকল রাজার ও সমাজের সম্মুখে আনীত হইলে তাহারা তাহাদের উপরে হস্তার্পণ করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23-24 অনুরূপভাবে যাজক সাতটা মেষ, সাতটা মেষশাবক আর সাতটা ছাগল ছানাকে পরপর বলি দিয়ে বেদীতে তাদের রক্ত ছিটিয়ে তা পবিত্র করলেন যাতে প্রভু ইস্রায়েলের লোকদের তাদের পাপ থেকে মুক্তি দেন। রাজা সমস্ত ইস্রায়েলবাসীদের হয়ে এই পাপমোচনের নৈবেদ্য ও হোমবলি নিবেদনের নির্দেশ দিয়েছিলেন। অধ্যায় দেখুন |