২ বংশাবলি 29:19 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 সদাপ্রভুর প্রতি অবিশ্বস্ত হয়ে রাজা আহস তাঁর রাজত্বের দিন যে সব জিনিস বাদ দিয়েছিলেন সেগুলো আমরা আবার ঠিক করে শুচি করে নিয়েছি। সেগুলি এখন সদাপ্রভুর যজ্ঞবেদীর সামনে রয়েছে।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 আর বাদশাহ্ আহস তাঁর নিজের রাজত্বকালে বিশ্বাস ভঙ্গ করে যেসব পাত্র ফেলে দিয়েছিলেন, সেসব আমরা প্রস্তুত করে পবিত্র করেছি; দেখুন, সে সমস্ত মাবুদের কোরবানগাহ্র সম্মুখে রয়েছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 রাজা আহস, রাজা থাকার সময় তাঁর অবিশ্বস্ততায় যেসব জিনিসপত্র ফেলে দিয়েছিলেন, আমরা সেগুলি ঠিকঠাক করে আবার শুচিশুদ্ধ করে দিয়েছি। সেগুলি এখন সদাপ্রভুর যজ্ঞবেদির সামনে রাখা আছে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 রাজা আহস ঈশ্বরের কাছে বিশ্বাসভঙ্গ করার পর মন্দিরের যে সমস্ত জিনিসপত্র নিয়ে গিয়েছিলেন, সব আমরা ফিরিয়ে এনেছি এবং সেগুলি আবার উৎসর্গ করেছি। সমস্ত কাজই আমরা প্রভু পরমেশ্বরের বেদীর সামনে সম্পন্ন করেছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 আর আহস রাজা আপনার রাজত্বকালে সত্যলঙ্ঘন করিয়া যে সকল পাত্র ফেলিয়া দিয়াছিলেন, সে সকল আমরা প্রস্তুত করিয়া পবিত্র করিয়াছি; দেখুন, সে সমস্ত সদাপ্রভুর যজ্ঞবেদির সম্মুখে রহিয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 রাজা আহস ঈশ্বরের বিরুদ্ধাচরণ করার পরে তিনি মন্দিরের জিনিসপত্র এবং আসবাবপত্রগুলিকে অবহেলা করেছিলেন। আমরা এসব জিনিষ শুদ্ধ করেছি এবং সেগুলো প্রভুর বেদীর সামনে সাজিয়ে রেখেছি।” অধ্যায় দেখুন |