২ বংশাবলি 26:22 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 উষিয়ের বাকি সমস্ত কাজের কথা প্রথম থেকে শেষ পর্যন্ত আমোসের ছেলে ভাববাদী যিশাইয় লিখে রেখেছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 উষিয়ের অবশিষ্ট কাজের বৃত্তান্ত প্রথম থেকে শেষ পর্যন্ত আমোজের পুত্র নবী ইশাইয়া লিখেছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 শুরু থেকে শেষ পর্যন্ত উষিয়ের রাজত্বকালের অন্যান্য সব ঘটনা আমোষের ছেলে ভাববাদী যিশাইয় লিখে রেখে গিয়েছেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 আমোসের পুত্র যিশাইয় রাজা উৎসিয়ের রাজত্বকালের অন্যান্য সমস্ত কার্যবলীর বিবরণ লিপিবদ্ধ করে গেছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 উষিয়ের অবশিষ্ট কর্ম্মের বৃত্তান্ত আদ্যোপান্ত আমোসের পুত্র যিশাইয় ভাববাদী লিখিয়াছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 প্রথম থেকে শেষাবধি উষিয় আর যা কিছু করেছিলেন সে সবই আমোসের পুত্র ভাববাদী যিশাইয় লিখে গিয়েছিলেন। অধ্যায় দেখুন |