২ বংশাবলি 26:2 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 দ্বিতীয়বার রাজা অমৎসিয় তাঁর পূর্বপুরুষদের সঙ্গে ঘুমিয়ে পড়লে উষিয় এলৎ নগরটি আবার তৈরী করলেন এবং যিহূদার অধীনে আনলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 বাদশাহ্ অমৎসিয় তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রাগত হলে পর উষিয় এলৎ নগর নির্মাণ করলেন এবং তা পুনর্বার এহুদার অধীনে আনলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 রাজা অমৎসিয় তাঁর পূর্বপুরুষদের সাথে চিরবিশ্রামে শায়িত হওয়ার পর এই ঊষিয়ই এলৎ নগরটি আরেকবার নতুন করে গড়ে তুলেছিলেন এবং সেটি যিহূদার অধিকারের অধীনে নিয়ে এলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 (পিতার মৃত্যুর পর উৎসিয় এলাথ নগর পুনরুদ্ধার করেন এবং নতুন করে গড়ে তোলেন।) অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 রাজা [অমৎসিয়] আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলে পর তিনি এলৎ [নগর] গাঁথিলেন, এবং তাহা পুনর্ব্বার যিহূদার অধীন করিলেন। অধ্যায় দেখুন |