২ বংশাবলি 24:26 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী26 অম্মোনীয় শিমিয়তের ছেলে সাবদ ও মোয়াবীয়া শিম্রীতের ছেলে যিহোষাবদ, এই দুজন তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 অম্মোনীয়া শিমিয়তের পুত্র সাবদ ও মোয়াবীয়া শিম্রীতের পুত্র যিহোষাবদ, এই দু’জন তাঁর বিরুদ্ধে চক্রান্ত করেছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 যারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে শামিল হল, তারা হল অম্মোনীয় এক মহিলা শিমিয়তের ছেলে সাবদ, এবং মোয়াবীয় এক মহিলা শিম্রীতের ছেলে যিহোষাবদ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 (যারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তারা হল এক আম্মোনী নারী শিমিয়থের পুত্র সাবদ্ এবং এক মোয়াবী নারী শিম্রিতের পুত্র যিহোসাবদ।) অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 অম্মোনীয়া শিমিয়তের পুত্র সাবদ ও মোয়াবীয়া শিম্রীতের পুত্র যিহোষাবদ, এই দুই জন তাঁহার বিরুদ্ধে চক্রান্ত করিয়াছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 যোয়াশের বিরুদ্ধে যারা চক্রান্ত করেছিল তাঁরা হল অম্মোনের শিমিয়তের পুত্র সাবদ ও মোয়াবের শিম্রীতের পুত্র যিহোষাবদ। অধ্যায় দেখুন |