২ বংশাবলি 20:30 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী30 এই ভাবে যিহোশাফটের রাজ্য স্থির হল, তাঁর ঈশ্বর চারিদিকে তাঁকে বিশ্রাম দিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 এভাবে যিহোশাফটের রাজ্য সুস্থির হল, তাঁর আল্লাহ্ সমস্ত দিক থেকেই তাঁকে বিশ্রাম দিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ30 যিহোশাফটের রাজ্যে অবশ্য শান্তি বিরাজ করছিল, কারণ সবদিক থেকেই তাঁর ঈশ্বর তাঁকে বিশ্রাম দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)30 ফলে রাজা যিহোশাফট শান্তিতে রাজত্ব করতে লাগলেন। ঈশ্বর তাঁকে সব দিক দিয়ে নিরাপত্তা দান করেছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 এইরূপে যিহোশাফটের রাজ্য সুস্থির হইল, তাঁহার ঈশ্বর চারিদিকে তাঁহাকে বিশ্রাম দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল30 সে কারণে যিহোশাফটের রাজত্বকালে ইস্রায়েলে শান্তি বিরাজ করেছিল। প্রভু সবদিক থেকে তাঁকে শান্তি দিয়েছিলেন। অধ্যায় দেখুন |