২ বংশাবলি 17:19 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 এঁনাদের ছাড়াও রাজা যিহূদার সব জায়গায় পাঁচিলে ঘেরা নগরগুলিতে কর্মচারী রাখতেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 এঁদের ছাড়া বাদশাহ্ এহুদার সর্বত্র প্রাচীরবেষ্টিত নগরে কর্মচারী রাখতেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 রাজা যাদের গোটা যিহূদা দেশ জুড়ে বিভিন্ন সুরক্ষিত নগরে মোতায়েন করলেন, তাদের পাশাপাশি এরাও সেইসব লোক, যারা রাজার সেবা করতেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 এঁরা সকলে রাজধানী জেরুশালেমে রাজার পরিচর্যায় নিযুক্ত ছিলেন। এ ছাড়া রাজা যিহোশাফট যিহুদীয়ার সর্বত্র দুর্গনগরীগুলিতে সৈন্যবাহিনী মোতায়েন করে রাখতেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 ইহাঁদের ছাড়া রাজা যিহূদার সর্ব্বত্র প্রাচীরবেষ্টিত নগরে [কর্ম্মচারী লোক] রাখিতেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 এরা ছাড়াও রাজা যিহোশাফটের অধীনে যিহূদার প্রত্যেকটা দুর্গে আরো বহু লক্ষ সৈনিক কাজ করতেন। অধ্যায় দেখুন |