২ বংশাবলি 13:21 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 কিন্তু অবিয় বলবান হয়ে উঠলেন, আর তাঁর চৌদ্দজন স্ত্রী ছিল এবং তিনি বাইশজন ছেলে ও ষোলজন মেয়ে জন্ম দিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 কিন্তু অবিয় বলবান হয়ে উঠলেন, আর তিনি চৌদ্দ জন স্ত্রী গ্রহণ করলেন এবং বাইশ পুত্র ও ষোল কন্যার জন্ম দিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 কিন্তু অবিয় শক্তি অর্জন করেই যাচ্ছিলেন। তিনি চোদ্দোজন স্ত্রীকে বিয়ে করলেন এবং তাঁর বাইশটি ছেলে ও ষোলোটি মেয়ে হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 অবিয় দি দিন আরও ক্ষমতাশালী হয়ে ওঠেন। তাঁর চোদ্দজন স্ত্রী ছিল এবং বাইশটি পুত্র ও ষোলটি কন্যা ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 কিন্তু অবিয় বলবান হইয়া উঠিলেন, আর তিনি চৌদ্দটী স্ত্রী গ্রহণ করিলেন, এবং বাইশ পুত্র ও ষোল কন্যার জন্ম দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 কিন্তু অবিয় এমশঃ শক্তিশালী হয়ে ওঠেন। তিনি 14 জন মহিলাকে বিয়ে করেন আর তাঁর 22 জন পুত্র ও 16 জন কন্যা হয়েছিল। অধ্যায় দেখুন |