২ বংশাবলি 1:3 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 তাতে শলোমন ও তাঁর সঙ্গে সমস্ত সমাজ গিবিয়োনের উঁচু জায়গায় গেলেন; কারণ সদাপ্রভুর দাস মোশি মরুপ্রান্তে যা তৈরী করেছিলেন, ঈশ্বরের সেই সমাগম তাঁবু সেখানে ছিল৷ অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 তাতে সোলায়মান ও তাঁর সঙ্গে সমস্ত সমাজ গিবিয়োনস্থ উচ্চস্থলীতে গেলেন; কেননা মাবুদের গোলাম মূসা মরুভূমিতে যা নির্মাণ করেছিলেন, খোদায়ী সেই জমায়েত-তাঁবু সেই স্থানে ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 এবং শলোমন ও সমগ্র জনসমাজ গিবিয়োনের উঁচু স্থানটিতে গেলেন, কারণ ঈশ্বরের সেই সমাগম তাঁবুটি সেখানেই ছিল, যেটি সদাপ্রভুর দাস মোশি মরুপ্রান্তরে তৈরি করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 গিবিয়োনের পীঠস্থানে যাবার আদেশ দিলেন। মরু প্রান্তরে থাকাকালে প্রভু পরমেশ্বরের সেবক মোশি ঈশ্বরের যে সম্মিলন শিবির নির্মাণ করেছিলেন, সেই শিবির গিবিয়োনে প্রতিষ্ঠিতছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 তাহাতে শলোমন ও তাঁহার সহিত সমস্ত সমাজ গিবিয়োনস্থ উচ্চস্থলীতে গেলেন; কেননা সদাপ্রভুর দাস মোশি প্রান্তরে যাহা নির্ম্মাণ করিয়াছিলেন, ঈশ্বরীয় সেই সমাগম-তাম্বু সেই স্থানে ছিল। অধ্যায় দেখুন |