২ পিতর 2:14 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 তাদের চোখ ব্যভিচারে পরিপূর্ণ এবং পাপ থেকে বিরত থাকতে পারে না; তারা চঞ্চলমনাদেরকে প্রলোভিত করে; তাদের হৃদয় অর্থলালসায় অভ্যস্ত; তারা অভিশপ্তের সন্তান। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 তাদের চোখ জেনায় পরিপূর্ণ এবং গুনাহ্ থেকে বিরত হয় না; তারা অস্থিরমনাদেরকে প্রলোভিত করে; তাদের অন্তর অর্থলালসায় অভ্যস্ত; তারা বদদোয়ার সন্তান। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 তাদের চোখ ব্যভিচারে পূর্ণ, তারা পাপ করতে কখনও ক্ষান্ত হয় না; যাদের মতিগতির কোনো ঠিক নেই তাদের ব্যভিচারে প্রলুব্ধ করে; তারা অর্থলালসায় অভ্যস্ত, তারা অভিশপ্ত বংশ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 তাদের দৃষ্টি সর্বদাই থাকে ব্যভিচারের দিকে। পাপ থেকে তারা কখনও বিরত হয় না। অস্থিরমতি লোকদের তারা ফাঁদে ফেলে। তারা সর্বদা লোভ চরিতার্থ করতে সুদক্ষ, ঈশ্বরের অভিশাপের পাত্র তারা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 তাহাদের চক্ষু ব্যভিচারে পরিপূর্ণ এবং পাপ হইতে নিরস্ত হইতে পারে না; তাহারা চঞ্চলমতিদিগকে প্রলোভিত করে; তাহাদের হৃদয় অর্থলালসায় অভ্যস্ত; তাহারা শাপের সন্তান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 কোন নারীকে দেখলে এই শিক্ষকরা তার প্রতি কামাসক্ত হয়। এরা এইভাবে পাপ করেই চলেছে। যারা বিশ্বাসে দুর্বল তাদের তারা পাপের ফাঁদে ফেলে ফুসলিয়ে নিয়ে যায়। তাদের অন্তঃকরণ লোভে অভ্যস্ত, তারা অভিশপ্ত। অধ্যায় দেখুন |