২ পিতর 2:11 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 স্বর্গ দূতেরা যদিও বলে ও ক্ষমতায় বৃহত্তর এবং সব পুরুষদের তুলনায় বেশি, কিন্তু প্রভুর কাছে তাঁরাও স্বর্গদূতকে নিন্দাপূর্ণ বিচার করেন না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 ফেরেশতারা যদিও শক্তিতে ও পরাক্রমে মহত্তর, তবুও প্রভুর কাছে তাঁরা তাঁদের বিরুদ্ধে নিন্দাপূর্ণ বিচার উপস্থিত করেন না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 তবুও স্বর্গদূতেরা, যদিও তাঁরা বেশি শক্তিশালী ও বেশি ক্ষমতাসম্পন্ন, তাঁরা কিন্তু এদের বিরুদ্ধে প্রভুর সাক্ষাতে কুৎসাপূর্ণ অভিযোগ করেন না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 কিন্তু এদের চেয়ে শক্তিধর ও বিক্রমী স্বর্গদূতেরা প্রভু পরমেশ্বরের সামনে এদের নিন্দা বা বিচার করেন না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 স্বর্গদূতগণ যদিও বলে ও পরাক্রমে মহত্তর, তথাপি প্রভুর কাছে তাঁহারাও উহাঁদের বিরুদ্ধে নিন্দাপূর্ণ বিচার উপস্থিত করেন না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 ঐ সব ভণ্ড শিক্ষকদের চেয়ে স্বর্গদূতরা শক্তিতে ও পরাক্রমে বড় হয়েও প্রভুর কাছে তাদের বিষয়ে কুৎসাজনক অভিযোগ আনেন না। অধ্যায় দেখুন |