২ করিন্থীয় 9:6 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 বিষয়টি এই: যে অল্প পরিমাণে বীজ বুনবে সে অল্প পরিমাণে শস্য কাটবে এবং যে লোক আশীর্বাদের সঙ্গে বীজ বোনে সে আশীর্বাদের সঙ্গে শস্য কাটবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 মনে রেখ, যে অল্প পরিমাণে বীজ বপন করে সে অল্প পরিমাণে শস্য কাটবে; আর যে ব্যক্তি অধিক পরিমাণে বীজ বপন করে সে অধিক পরিমাণে শস্যও কাটবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 একথা স্মরণে রেখো: যে অল্প পরিমাণে বীজ বোনে, সে অল্প পরিমাণেই ফসল কাটবে এবং যে অনেক পরিমাণে বীজ বোনে, সে অনেক পরিমাণে ফসলও কাটবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 মনে রেখো, যে ব্যক্তি অল্প বীজ বুনবে সে অল্প ফসল কাটবে, যে বেশি বুনবে সে বিপুল শস্য আহরণ করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 কিন্তু আমি বলি এই, যে অল্প পরিমাণে বীজ বুনে, সে অল্প পরিমাণে শস্যও কাটিবে; আর যে ব্যক্তি আশীর্ব্বাদের সহিত বীজ বুনে, সে আশীর্ব্বাদের সহিত শস্যও কাটিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 মনে রেখো, যে অল্প পরিমাণে বীজ বোনে, সে অল্প পরিমাণ ফসল কাটবে এবং যে যথেষ্ট পরিমাণ বীজ বোনে সে প্রচুর ফসল কাটবে। অধ্যায় দেখুন |