২ করিন্থীয় 12:1 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 আমি অবশ্যই নিজেকে রক্ষা করে চলব, সুতরাং অহঙ্কার করব কিছু দর্শনের বিষয় যা প্রভু আমাকে দিয়েছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 গর্ব করা আমার পক্ষে প্রয়োজন হয়ে পড়েছে যদিও তা মঙ্গলজনক নয়, কিন্তু তবুও প্রভুর নানা দর্শন ও প্রত্যাদেশের কথা বলবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 আমি অবশ্যই গর্ব করতে থাকব। যদিও লাভজনক কিছু না হলেও আমি প্রভুর কাছ থেকে উপলব্ধ বিভিন্ন দর্শন ও প্রত্যাদেশের কথা বলে যাব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 গর্ব আমাকে অবশ্যই করতে হবে, এতে লাভ কিছু না থাকলেও প্রভুর প্রত্যাদেশ ও দিব্যদর্শনের বিষয় আমাকে উল্লেখ করতেই হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 শ্লাঘা করা আমার পক্ষে আবশ্যক, তাহা হিতজনক নয় বটে, কিন্তু প্রভুর নানা দর্শন ও প্রত্যাদেশের কথা কহিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 গর্ব করা আমার প্রয়োজন, যদিও এর দ্বারা কোন লাভই হয় না। কিন্তু প্রভুর দেওয়া নানা দর্শন ও প্রকাশের সম্পর্কে আমাকে বলতে হবে। অধ্যায় দেখুন |