২ করিন্থীয় 11:33 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী33 কিন্তু আমার বন্ধু আমাকে একটি ঝুড়িতে করে দেওয়ালের জানলা দিয়ে আমাকে নগরের বাইরে নামিয়ে দিয়েছিল, এই ভাবে আমি তাঁর কাছ থেকে পালিয়ে গিয়েছিলাম। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস33 আর একটি ঝুড়িতে করে প্রাচীরের মধ্যকার জানালা দিয়ে আমাকে নামিয়ে দেওয়া হয়েছিল বলে তাঁর হাত থেকে পালাতে পেরেছিলাম। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ33 কিন্তু প্রাচীরের একটি জানালা দিয়ে ঝুড়িতে করে আমাকে নামিয়ে দেওয়া হয়েছিল। এভাবে আমি তাঁর হাত এড়িয়েছিলাম। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)33 কিন্তু আমাকে ঝুড়িতে করে জানালা দিয়ে প্রাচীরের বাইরে নামিয়ে দেওয়া হয়েছিল। এ ভাবেই আমি তাঁর কবল থেকে রক্ষা পেয়েছিলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)33 আর একটী ঝুড়িতে করিয়া প্রাচীরস্থ বাতায়ন দিয়া আমাকে নামাইয়া দেওয়া হয়, তাই তাঁহার হাত এড়াইয়াছিলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল33 কিন্তু আমার বন্ধুরা শহরের পাঁচিলের একটা ফাঁক দিয়ে একটা ঝুড়িতে করে আমাকে নামিয়ে দিয়েছিলেন। এইভাবে সেই রাজ্যপালের হাত থেকে পালিয়েছিলাম। অধ্যায় দেখুন |