২ করিন্থীয় 11:19 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 তোমরা নিশ্চিত ভাবে আনন্দের সঙ্গে আমার বোকামি সহ্য করছ, যদিও তোমরা নিজেদের বুদ্ধিমান ভাব! অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 কেননা তোমরা নিজে বুদ্ধিমান বলে নির্বোধ লোকদের আনন্দের সঙ্গে সহিষ্ণুতা দেখিয়ে থাক; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 তোমরা সানন্দে মূর্খদের সহ্য করো, যেহেতু তোমরা কত জ্ঞানবান! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 তোমরা জ্ঞানীগুণী হয়েও তো নির্বিবাদে মূর্খদের সহ্য করছ! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 কেননা তোমরা নিজে বুদ্ধিমান্ বলিয়া নির্ব্বোধ লোকদের প্রতি আনন্দের সহিত সহিষ্ণুতা করিয়া থাক; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 কারণ তোমরা যারা বুদ্ধিমান তারা নির্বোধ লোকদের প্রতি আনন্দের সাথে সহিষ্ণুতা দেখিয়ে থাক। অধ্যায় দেখুন |