১ শমূয়েল 6:12 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 আর সেই দুটো গরু বৈৎ-শেমশের সোজা পথ ধরে চলল, রাজপথ দিয়ে হাম্বা রব করতে করতে চলল, ডানে কিম্বা বাঁয়ে ফিরল না এবং পলেষ্টীয়দের শাসনকর্তারা বৈৎ-শেমশের সীমা পর্যন্ত তাদের পিছনে পিছনে গেলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 আর সেই দুই গাভী বৈৎশেমশের সোজা পথ ধরে, রাজপথ দিয়ে হাম্বারব করতে করতে চললো, ডানে বা বামে ফিরল না। ফিলিস্তিনীদের ভূপালেরাও বৈৎ-শেমশের অঞ্চল পর্যন্ত তাদের পিছনে পিছনে গেলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 গরুগুলি তখন সোজা পথের মাঝখান দিয়ে হাম্বা হাম্বা ডাক ছেড়ে বেত-শেমশের দিকে এগিয়ে গেল; সেগুলি ডাইনে বা বাঁয়ে, কোনোদিকেই ঘোরেনি। বেত-শেমশের সীমান্ত পর্যন্ত ফিলিস্তিনী শাসনকর্তারা সেগুলির পশ্চাদ্ধাবন করে গেল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 তখন গাভী দুটি রাজপথ দিয়ে হাম্বারব করতে করতে সোজা বেৎ-শেমেশের দিকে চলল, দক্ষিণে কি বামে ফিরল না। ফিলিস্তিনী ভূস্বামীরা তাদের পিছন পিছন বেৎ-শেমেশের সীমান্ত পর্যন্ত গেলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 আর সেই দুই গাভী বৈৎ-শেমশের সোজা পথ ধরিয়া চলিল, রাজপথ দিয়া হাম্বারব করিতে করিতে চলিল, দক্ষিণে কি বামে ফিরিল না; এবং পলেষ্টীয়দের ভূপালগণ বৈৎ-শেমশের অঞ্চল পর্য্যন্ত তাহাদের পশ্চাতে পশ্চাতে গেলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 গাভীদুটো সোজা বৈৎ-শেমশের দিকে গেল, সমস্ত রাস্তা তারা হাম্বা হাম্বা শব্দ করে চলল। ডাইনে কি বাঁয়ে একবারও ঘুরল না। পলেষ্টীয় শাসকরা বৈৎ-শেমশের সীমানা পর্যন্ত গাভী দুটোর পেছনে পেছনে গেল। অধ্যায় দেখুন |